শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: আজ ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, বিভিন্ন গির্জার কমিটির সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল জেলা ও মহানগর মিলিয়ে মোট ১৪৯ টি গির্জায় বড়দিন উদযাপন করা হবে। এবারও বড়দিন শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।
বড়দিন শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে গির্জা গুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত পুলিশ, র্যাব, ভ্রাম্যমান আদালত, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।