বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসে আধুনিক ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কারসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারন শিক্ষার্থী। মঙ্গলবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, অশ্বীনি কুমার হলের নামে মোট ৪ টি ছাত্রাবাস রয়েছে। এর মধ্যে দুটিই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই জরাজীর্ণ এসব ভবনের পরেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হচ্ছে। ঝুঁকিপূর্ন রুম নিয়ে নানা সমস্যার সম্মূখীন হতে হয় তাদের। সম্প্রতি ছাদের পলেস্তরা খসে পড়ায় আন্দোলনে নেমেছেন তারা।
কলেজ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। কলেজের বেতরের গ্রিডি হোস্টেলে ৫০০-৬০০ শিক্ষার্থী থাকেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। পরে বেলা ১২ টার দিকে কলেজ অধ্যক্ষ ও শিক্ষকরা শিক্ষার্থীদের আসস্ত করার চেষ্টা করেন। তিনি বিষটি দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলনে অনড় থাকার ঘোষনা দেন। পরবর্তীতে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে কলেজ অধেক্ষের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এদিকে, নগরীর বিএম কলেজ সড়ক অবরোধ করায় বিপাকে পড়েন নথুল্লাবাদ থেকে সদর রোড ও লঞ্চঘাটে যাতায়াত করা যাত্রীরা। যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হয় তাদের। কলেজটিতে বর্তমানে ২২ টি বিষয়ে ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।