রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান বাউফলে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
বরিশালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ পালিত

বরিশালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ পালিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল কর্তৃক আয়োজিত জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১২ই  অক্টবর (বৃহস্পতিবার) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষন) মোহাম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনাসার ও ভিডিপি বরিশাল রেঞ্জের পরিচালক মো: আশরাফুল আলম বিএএমএস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম), পটুয়াখালী ২২ আনসার ব্যাটালিয়নের  অধিনায়ক সদন চাকমা,বিডিএম। বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট এস এম মুজিবুল হক পাভেল পিভিএম, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ রকিবউদ্দিন।

বরিশাল রেঞ্জের বিভিন্ন জেলার জেলা কমান্ড্যান্টগন।  আনসার – ভিডিপি উন্নয়ন ব্যাংকের আনঞ্চলিক ব্যাস্থাপক।

এ ছাড়াও জেলা সমাবেশে বরিশাল জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।

বরিশাল জেলার ১০ উপজেলা থেকে আগত উপজেলা কর্মকর্তা,উপজেলা প্রশিক্ষক,দলনেতা,দলনেত্রী,আনসার কমান্ডার,সদস্য/ সদস্যা উপস্থিত ছিলেন। এসময়  অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বক্তব্যের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধাভরে স্বরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ইতিহাসের মহানায়ক, বাঙ্গালী জাতির অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। শ্রদ্ধাভরে স্বরণ করছি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে। শ্রদ্ধাভরে স্বরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাকে, ০২ লক্ষ সম্ভ্রাম হারানো মা বোনকে এবং ভাষা শহীদ আনসার কমান্ডার আব্দুল জব্বাবসহ সকল ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৬৭০ জন বীর আনসার সদস্যসহ সকল শহীদদের। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মুজিবনগরের ঐতিহাসিক বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ১২ (বারো) জন অকুতোভয় বীর আনসার সদস্যকে।

ধান-নদী-খাল এ তিন এ বরিশাল। শের-ই-বাংলা একে ফজলুল হক, জীবনানন্দ দাস, কবি কামিনী রায় এর স্মৃতিধন্য বাংলাদেশের দক্ষিণ জনপদ বরিশাল জেলার প্রতিটি গ্রাম পর্যন্ত রয়েছে এ বাহিনীর সক্রিয় কর্মকান্ড।
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নির্বাপত্তায় সর্বত্র আমরা” এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার বাহিনীর সদস্যরা কাজ করে থাকেন।

আনসার বাহিনীর রয়েছে গৌরবোজ্জল ইতিহাস। ৪০,০০০ (চল্লিশ হাজার) .৩০৩ রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকরে এ  বাহিনী সদস্যরা স্বাধীন বাংলাদেশের পক্ষে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছিল। বাহিনীর ৬৭০ জন কর্মকর্তা/কর্মচারী মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যাদের মধ্যে ০৩ জন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। এসময়

বরিশাল জেলা কমান্ড্যান্ট এস এম মুজিবুল হক পাভেল পিভিএম বরিশাল জেলার গত ১ (এক) বৎসরে  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক কাঠামো ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, সুপ্রিয় সুধীমন্ডলী, আপনারা জানেন যে, জননিরাপত্তা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দেশের সর্ববৃহৎ এই শৃঙ্খলা বাহিনী। অন্যান্য জেলার ন্যায় ২৭৮৫ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট বরিশাল জেলার ১০টি উপজেলায় প্রতিটিতে ১১৫ সদস্য বিশিষ্ট ১০টি আনসার কোম্পানী, ৮৭টি ইউনিয়ন ও মেট্রোপলিটন এলাকায় ৩০টি ওয়ার্ডের প্রতিটিতে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্য নিয়ে ০১টি আনসার টিডিপি প্লাটুন এবং ১১৭৫টি গ্রামের প্রতিটিতে ৩২ জনের ভিডিপি পুরুষ প্লাটুন ও ৩২ জনের মহিলা প্লাটুন রয়েছে। সরকারি-বেসরকারি সংস্থা, ব্যাংক, উপজেলা নির্বাহী অফিসারগণের বাসভবনসহ বরিশাল জেলার ১০৩ টি গুরুত্বপূর্ণ কেপিআই এ নিয়োজিত ৭২৮ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং পরিবার পরিকল্পনা পণ্যাগার, মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ৩২ জন ভিডিপি সদস্য নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করে চলছে।

অত্র জেলায় ৭৫২০০ জন প্লাটুনভুক্ত ভিডিপি সদস্য-সদস্যা, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার (পুরুষ) ও উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার (পুরুষ) মোট ২০ জন, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার (মহিলা) ও উপজেলা সহকারী আনসার প্লাটুন কমান্ডার (মহিলা) মোট ২০ জন, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার ১৭৪ জন, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ১৭৪ জন, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী-১৬৮ জনসহ সর্বমোট ৭৫৭৫৬ জন সদস্য-সদস্যা দেশের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় এবং দেশ মাতৃকার বিভিন্ন প্রয়োজনে সর্বদা প্রস্তুত। আইন শৃঙ্খলাঃ আইন শৃঙ্খলা রক্ষার কাজে অত্র জেলার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা সদা তৎপর। সদস্য-সদস্যাগণ চুরি, ডাকাতি ও অন্যান্য অ-সামাজিক কার্যকলাপ প্রতিহত করে আসেছেন।

এছাড়াও শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় যে কোন জরুরী প্রয়োজনে তারা সদা প্রস্তুত। আপনারা অবগত আছেন যে, গত দুর্গাপুজা-২০২২ উপলক্ষ্যে বরিশাল জেলায় ৬২৩ টি পূজামন্ডপে ৩৫৯২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ দায়িত্ব পালন করেন। এছাড়া অত্র জেলার বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় ১৭৮৭ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছেন। এছাড়াও অত্র জেলায়  মোতায়েনকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যগণ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর অধীনে ৫৯টি মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা প্রদান করে থাকেন।

অনুষ্ঠানে ০২ জন দলনেতাকে ভাল কাজের জন্য বাই সাইকেন, ০৫ জন দলনেতা,দলনেত্রী কে ৫ টা পুরুস্কার প্রদান করা হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকলকে বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট  ধন্যাবাদ দিয়ে সমাবেশ শেষ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD