শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেক্স: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দেড় কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
আটক মাদককারবারি হলেন মো. আবুল খায়ের (৬৪)।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (২৫ ডিসেম্বর) রাতে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক আসামি মাদকের সঙ্গে জরিতের বিষয়টি স্বীকার করেছে। দীর্ঘদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজের সংগ্রহে রেখে কেনা-বেচা ও সরবরাহ করে আসছিলো।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।