শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
অনলাইন ডেক্স: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে পারবেন নেতা-কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
রোববার (১১ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, ৭ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এতে বেশকিছু সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় মামলা হয়। মামলার কার্যক্রম ও ক্রাইম সিনের জন্য বিএনপির কার্যালয় একদিনের মতো বন্ধ ছিল। পরে কার্যালয়ের চাবি দিয়ে দেওয়া হয়েছে।
হায়াতুল ইসলাম খান বলেন, আমাদের কাছে বিভিন্ন সূত্রে তথ্য ছিল। সেসব তথ্য বিশ্লেষণ করে নিরাপত্তা নিশ্চিত এবং মতিঝিল এলাকায় শৃঙ্খলার স্বার্থে কিছু চেকপোস্ট বসানো হয়। এরই মধ্যে শেগূল অপসারণ করা হয়েছে। নয়াপল্টনের সামনের সড়ক খোলা আছে। বর্তমানে মানুষের চলাচল ও যান চলাচলও স্বাভাবিক।