বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসির কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ পটুয়াখালীতে আজ ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পালিত হচ্ছে কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির জন্য ইফতার কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান কুয়াকাটায় ১০ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি সভাপতির দুই ছেলে
৩৯ হাজার কৃষক পাচ্ছে সার ও বীজ

৩৯ হাজার কৃষক পাচ্ছে সার ও বীজ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার জেলার ৬ উপজেলায় চলতি মৌসুমে ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৯ হাজার ১০০ কৃষককে বিনামূল্যে সার-বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে। এসব ফসলের মধ্যে ভুট্টা, সরিষা, সূর্যমুখী, বোরো ধান, বোরো হাইব্রিড, মুগডাল ও খেসারি ডাল রয়েছে।

প্রত্যেক কৃষক এক বিঘা জমির অনুকূলে একটি ফসলেরে জন্য এসব বীজ-সার পাচ্ছেন। ইতোমধ্যে এসব প্রণোদনা বিতরণ শুরু হয়েছে।

বরগুনা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এসব ফসলে পরিমাণমত বীজের পাশাপাশি প্রত্যেক কৃষককে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেয়ার কথা রয়েছেন। তবে বরাদ্দের উপরে কম বেশি হতে পারে।

জেলার মোট ৩৯ হাজার ১০০ কৃষকের মধ্যে সদর উপজেলায় প্রণোদনা পাচ্ছে ৭ হাজার ৬২০ জন। এর মধ্যে ভুট্টা ৫০, সরিষা ১৯০, সূর্যমুখী ২ হাজার, মুঘ ডাল ৫ হাজর, খেসারি ডাল ৩৮০। আমতলী উপজেলায় ৫ হাজার ৮১৫ জন কৃষক বীজ-সার প্রণোদনা পাচ্ছে এর মধ্যে ভুট্টা ৫০, সরিষা ১৩৫, সূর্যমুখী ১ হাজার ১০০ , মুগডাল ৪ হাজার ২০০ ও খেসারি ডাল ৩৩০ জন। তালতলী উপজেলায় ৪ হাজার ৪০ জনের মধ্যে ভুট্টা ৩০, সরিষা ৬০, সূর্যমুখী ১ হাজার ৫০০, মুগডাল ২ হাজার ৩০০ ও খেসারি ডাল ১৫০ জন কৃষক। বেতাগী উপজেলায় ৪ হাজার ৬৫ জনের মধ্যে ভুট্টা ২৫ , সরিষা ৬০, সূর্যমুখী ৭০০, মুগডাল ৩ হাজার ও খেসারি ডাল ২৮০ জন। বামনা উপজেলায় ২ হাজার ২১৫ জন কৃষক বীজ-সার প্রণোদনা পাচ্ছে এর মধ্যে ভুট্টা ২৫, সরিষা ৩০, সূর্যমুখী ৫০০, মুগডাল ১ হাজার ৫০০, খেসারি ১৬০ জন কৃষক। পাথরঘাটা উপজেলার বীজ-সার প্রণোদনা পাচ্ছে ৫ হাজার ৩৪৫ জন কৃষকের মধ্যে ভুট্টা ৭০ , সরিষা ৭৫, সূর্যমুখী ১ হাজার, মুগডাল ৪ হাজার ও খেসারি ডাল ২০০ জন কৃষক রয়েছে। এছাড়াও জেলায় ৫ হাজার কৃষকের বোরো ধান ও ৬ হাজার কৃষকে বোরো হাইব্রিড জাতের বীজ ধান দেয়ার কথা রয়েছেন।

সদর উপজেলা ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের কৃষক মোজাম্মেল জানান, সরকারের বীজ ও সার পেয়ে আবাদের কাজ শুরু করবেন। তাদের জমি তৈরি কাজ চলমান রয়েছে।

পাথরঘাটা উপজেলার হরিণবাড়িয়া গ্রামের মোর্শেদা আক্তার জানান, এবার তিন বিঘা জমিতে মুখ ডাল আবাদ করবেন। কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের উন্নত মানের বীজ দিলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, প্রায় ৮ হাজার কৃষকের মধ্যে সরকারের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। চাষিরা এরই মধ্যে জমি তৈরির কাজ শুরু করেছেন। আশা করছি, সব ফলনই ভালো হবে।

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম জানান, তেল ও ডাল জাতীয় ফসলের ঘাটতি কাটিয়ে উৎপাদন বৃদ্ধি করার জন্যই কৃষকের মাঝে এসব বীজ-সার বিতরণ করছে সরকার। সরকারিভাবে প্রণোদনা প্রাপ্তির মাধ্যমে কৃষকের উৎসাহ বাড়বে। আগামী ৭ দিনের মধ্যে এসব প্রণোদনা বিতরণ কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD