বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ১০ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকালে মুন্সীগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফরিদুজ্জামান ও মো. আবুল বাশার। পরে দুপুর ১২টার দিকে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতাকর্মীসহ অন্তত অর্ধ-শতাধিক আহত হয়েছেন।
এছাড়া সংঘর্ষের পরদিন গুরুতর আহত যুবদল কর্মী শাওন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১ হাজার ৪০০-এর অধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।