শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন ডেক্স: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, জাতীয় পার্টি সব সময় উন্নয়ন, প্রগতি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য গণমানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু বর্তমানে বাংলাদেশ একটি দল যে কোন মূল্যে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য ও অন্য একটি দল রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই দুই দলের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচির কারণে রাজনীতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশ ও দেশের মানুষের বৃহত্তর স্বার্থে এই সহিংস রাজনীতির বিরুদ্ধে জি এম কাদেরের নেতৃত্বে গণ ঐক্য গড়ে তুলবে জাতীয় পার্টি।
শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা কদমতলীর ৫৩নং ওর্য়াডে সহিংস রাজনীতির প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক, ইসলামী মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
৫৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. মনিরুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক, মিজানুর রহমান মিনুু, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহম্মেদ শিপু, এম সোবহান, মাহবুবুর রহমান খসরু, শাহনাজ পারভীন, জুয়েল ওসমান, মো. শাহ আলম, সামির হোসেন সোহাগ, ছাত্র সমাজ মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক তানভীর হোসেন সুমন প্রমুখ।
সমাবেশে ঢাকা-৪ আসনের এমপি বাবলা আরোও বলেন, প্রতিদিন সকল নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্য মজুদ করে রাখছে। সরকার কোনভাবেই পণ্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। তেমনি অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে সাধারণ মানুষ আজ বিক্ষুদ্ধ হয়ে উঠছে। সরকার দেশে ব্যাপক হারে অবকাঠামো উন্নয়ন করছে, এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মাঝে যে বিক্ষুদ্ধ ভাব বিরাছ করছে তা নিরসন করা না গেলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অর্জন ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।