শনিবার, ০৫ Jul ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, নতুন করে ছাত্রলীগের আর কোনো কমিটি ঘোষণা নয়। শনিবার (১২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির এক সভায় এ কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। নতুন করে ছাত্রলীগ যাতে আর কোনো কমিটি ঘোষণা না করে তার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।