সোমবার, ১২ মে ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ এই স্লোগান নিয়ে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সকল প্রশিক্ষনার্থী ও সম্মানিত প্রশিক্ষকবৃন্দের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রকর্ম প্রদর্শনী ও স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জেলা কালচারাল অফিসার মোঃ হাসানুর রশীদ মাকসুদ, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ শিল্পকলার শিল্পীরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষানীতির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে সকল শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।