মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালে মাইক্রোবাসের ধাক্কায় নাঈম খলিফা (৩০) নামে এক মোটরসাইকেলে আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বরিশাল মহসড়কের গড়িয়ার পাড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নাঈম বরিশাল এয়ারপোর্ট থানাধীন বকশির চর এলাকার বাসিন্দা আবু খলিফার ছেলে।
পুলিশ জনায়, নাঈম নিজের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বরিশাল নগরীর দিকে আসছিলেন। পথিমধ্যে গড়িয়ার পাড় নামক এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলে ধাকা দেয়। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হয় নাঈম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের ই বাংরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।