বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: কানাডার সাসকাচোয়ান প্রদেশে ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মরদেহগুলো জেমস স্মিথ ক্রি নেশন এলাকা ও এর কাছেই অবস্থিত ওয়েলডন গ্রামের ১৩টি ভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- ডেমিয়েন স্যান্ডারসন (৩১) এবং মাইলস স্যান্ডারসন(৩০)। তাদের আটক করতে পুলিশের অভিযান চলছে।
স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
একটি টুইট বার্তায় কানাডার সাসকাচোয়ান রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) পক্ষ থেকে বলা হয়, আপনারা নিরাপদ স্থান ত্যাগ করবেন না। আপনার বাসস্থানে অন্যদের জায়গা দিতে সতর্কতা অবলম্বন করুন।
সন্দেহভাজন হামলাকারীদের আটক করতে এরইমধ্যে সাসকাচোয়ান প্রদেশের বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়েছে স্থানীয় পুলিশ।
জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় এরইমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । সেখানে প্রায় আড়াই হাজার আদিবাসী মানুষ বাস করে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।
একটি টুইট বার্তায় তিনি বলেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন আমি তাদের কথা ভাবছি।