বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের রহবল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিল আহমেদ ও তার স্ত্রী। তবে তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাদ দিয়ে তিনি বলেন, শাকিল আহমেদ মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রহবল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।