বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি থানা পুলিশের অভিযানে শুক্রবার রাত আনুমানিক ১০ সময় আরিফ শরিফ (৩০), ও তারেক মৃধা (২২) নামে যুবককে ৯৬ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা দশমিনা উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, এসআই শাহাদাত ও এসআই মনিরুল ইসলাম শুক্রবার রাত ১০টার দিকে লেবুখালী পায়রা ব্রীজের চেকপোস্টে তল্লাশি করে ৯৬ পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান।