বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পিতার বিরুদ্ধে মেয়েকে (১৮) একাধিবার ধর্ষনের অভিযোগ উঠেছে। এঘটনায় শুক্রবার রাত ১০টায় ওই তরুনী পিতা দেলোয়ার (৫০) সিকদারকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দেলোয়ার শিকদার গলাচিপা থানার মৃত তাজিমুদ্দিন শিকদারের ছেলে। এবং উপজেলার ডাবুলগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, এক মাস পূর্বে বিয়ের পর ওই তরুনীকে আনুষ্ঠানিকভাবে তুলে না দেয়ায় তিনি, তার বাবা ও মা একই ঘরে বসবাস করেন। গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে ওই তরুনী তাদের বসতঘরের বারান্দায় ঘুমাতে যায়। রাত এগারোটার দিকে দেলোয়ার ওই তরুনীর চৌকিতে গিয়ে মুখে গামছা চেপে ধরে জোরপূর্বক একাধিবার ধর্ষন করে দেলোয়ার। লোক লজ্জার ভয়ে বিষয়টি ওই তরুনীকে কাউকেই জানায় নাই। পরে শুক্রবার সকালে ওই তরুনীকে বাড়িতে একা পেয়ে মুখ চেপে ফের জোরপূর্বক ধর্ষন করে। এসময় প্রতিবেশিরা বিষয়টি দেখে ফেলে, তারা ঘরের দরজা খুলে বাবা এবং মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। পরে তারা বাবাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, ওই তরুনীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।তরুণীকে শনিবার তার স্বামীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তার বাবা এই ন্যাক্বারজনক ঘটনা ঘটিয়েছে। তিনি আরো জানান, দেলোয়ার শিকদার মোট ৬টি বিয়ে করেছেন। আসামীকে আদালতে প্রেরন করা হচ্ছে।