বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক হাজার ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকাসহ আলতাব হোসেন (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিনের ছেলে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে আলতাব হোসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে এক হাজার ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক আলতাব হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।