বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: লক্ষ্মীপুরের রামগতিতে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ বরুন মজুমদার (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার চরগাজী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার বরুন চর গাজী ইউনিয়নের মীর আদর্শ গ্রামের মৃত গিরীন্দ্র মজুমদারের ছেলে। তিনি চিহ্নিত মাদক বিক্রেতা ছিলেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনর্চাজ সাহাদাত হোসেন টিটো জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক বিক্রেতা বরুন মজুমদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।