বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটখোলায় অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের টিমের ওপরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়। রবিবার (১৭ এপ্রিল) বিকালে ফতুল্লার চর রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কয়েকজন পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মত জেসমিন নাহার ও নুসরাত আরা খানমের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় জাকির হোসেনের মালিকানাধীন বক্তাবলী ব্রিক ফিল্ড অ্যান্ড মা ট্রেডার্স নামে ইটখোলায় আসেন। এ সময় আদালত জাকির হোসেনকে ডেকে ইটখোলা পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চান। জাকির কাগজপত্র দেখাতে সময় চাইলে ভেকু দিয়ে ইটভাটা ভাঙা শুরু হয়। এতে জাকির বাধা দিলে তাকে ম্যাজিস্ট্রেটরা ধমক দেন।
এ সময় ইটখোলার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটসহ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের একটি গাড়ির কাচ ইটের আঘাতে ভেঙে যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মত জেসমিন নাহার বলেন, ‘একটি গাড়ি ভাঙচুর হয়েছে। ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানাবো।
এ বিষয়ে জাকির হোসেন বলেন, ‘আমার কাছে বৈধ কাগজপত্র আছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালত এসে কোনও কাগজপত্র দেখানোর সময় দেয়নি। এতে আমার মনে হয়েছে, কোনও একটি পক্ষ শত্রুতা করে ভ্রাম্যমাণ আদালতকে ভুল তথ্য দিয়েছে এবং আমার ইটখোলা ভাঙচুর করিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করিয়েছে।’ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘ইট খোলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হামলা হয়েছে।
এতে দুজন আহত ও গাড়ি ভাঙচুর হয়েছে।’তিনি আরো বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’স্থানীয় এক ব্যাক্তি বলেন এই ভাঙচুরের পুরো নাটকটি সাজিয়েছে জসিম অরফে ডাকাত কালা জসিম। তারি লোক জন ঘটনা স্থলে উপস্থিত ছিলো।