বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের পর এবার ছাত্রলীগের পরিচয় দিয়ে নানা অপকর্মের হোতা জসিমের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বাদল নামে এক ব্যক্তি। বুধবার (৩০ মার্চ) অভিযোগটি দুটি দপ্তরে পৌছে দেয়া হয়।
নায্য বিচারের আবেদন উল্লেখ করে অভিযোগ পত্রে বলা হয়, নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তবলির গোপাল নগরের ফজর আলীর ছেলে জসিম ২০২১ সালের ২৯ ডিসেম্বর বাদলের নিকট থেকে জোরপূর্বক একটি বার্জ নিয়ে যায়। যা সে প্রতি মাসে ৩ লক্ষ টাকা ভাড়া প্রদান করে থাকে। গত ৩ মাস ধরে তার কোন ভাড়া বা বার্জ ফেরত প্রদান না করার কারণে বিবাদী অভিযুক্ত জসিমের নিকট গেলে জসিম তাকে (বাদল) মারধর করে এবং অস্ত্র বের করে তার বুকে ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে সে একটি সাধারণ ডাইরিও করে। বিবাদী জসিমের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এছাড়া, জসিমের বিরুদ্ধে ফতুল্লা থানার এফআইআর নং-১০, তারিখ- ২৬ মার্চ, ২০১২; জি আর নং-৩২৪/১২, ফতুল্লা থানার এফআইআর নং-৪৬, তারিখ- ২৬ মার্চ, ২০১০ ফতুল্লা থানার এফআইআর নং-৫৫, তারিখ- ১৯ অক্টোবর, ২০১১,
ফতুল্লা থানার এফআইআর নং-৩৬, তারিখ- ১৮ মে, ২০১০, ফতুল্লা থানার এফআইআর নং-৫, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-৬১, তারিখ- ০২ ফেব্রুয়ারি ২০২২ মামলায় অভিযুক্ত জসিম।