শনিবার, ১২ Jul ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাগুয়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটুয়াখালীতে ৪টি বিদ্যালয়ে এসএসসি  পরীক্ষায় পাশ করতে পারেনি ১ জনও বাউফলে টানা বৃষ্টিপাতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুর্ভোগে জনজীবন কলাপাড়ায় গোল্ডেন জিপিএ ফাইভ পেল সাংবাদিক পুত্র নূর বরিশাল মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন কলাপাড়ায় উন্নত চিকিৎসা দিতে অসুস্থ সাপের এক্সরে লন্ডনে “ গনতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান শীর্ষক” আলোচনা সভায়: জহির উদ্দিন স্বপন কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা কলাপাড়ায় মসজিদ-মন্দির উন্নয়ন বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড
গলাচিপায় প্রশাসন ইট ভাটা গুড়িয়ে দেয়ার এক সপ্তাহ পর ফের চালু,চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

গলাচিপায় প্রশাসন ইট ভাটা গুড়িয়ে দেয়ার এক সপ্তাহ পর ফের চালু,চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন, পটুয়াখালী প্রতিনিধিঃ গলাচিপায় দুটি ইট ভাটা প্রশাসনের সাথে ইঁদুর বিড়াল খেলা খেলছে। গুঁড়িয়ে দেয়ার এক সপ্তাহ পর ফের চালু করেছে ভাটার মালিক পক্ষ। এদিকে প্রাইমারি স্কুলের পাশেই চরভাদাই গ্রামের মায়ের দোয়া ব্রিকফিল্ডের ইট পোড়ানো কাঠের ধোঁয়ায় অতিষ্ঠ চরবাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০শিক্ষার্থী ও শিক্ষকরা। এর প্রতিবাদ করার সাহস পায়না সাধারণ শিক্ষক ও অভিভাবকরা।

জানা গেছে এ ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন বৈধ কাগজ পত্র না থাকার অভিযোগে উপজেলার গোলখালী ইউনিয়নের চরভাদাই গ্রামের মায়ের দোয়া ব্রিকসের এমএমবি ব্রিক ফিল্ড ও একই ইউনিয়নের গোলখালী গ্রামের সততা ব্রিকস এএনবি ব্রিকসের ইটভাটার চিমনি ভেঙ্গে দেয়া হয়। গলাচিপা উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) মো. নজরুল ইসলাম গত ৩১ ডিসেম্বর ভ্রাম্যমান আদালতে দুটি ভাটার চিমনি ভাঙ্গাসহ দুইটি ভাটার মালিক পক্ষকে মোট তিন লাখ নগদ টাকা অর্থ দন্ড প্রদান করেন। কিন্তু এর এক সপ্তাহ যেতে না যেতেই অদৃশ্য কারণে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারো কাঠ দিয়ে ইট পোড়া শুরু করে দেয় এ দুটি ইটভাটার মালিক পক্ষ।

এদিকে এ বছর ইট পোড়ার পর আগামীতে সব ধরণের অনুমতি পত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন দুই ভাটার মালিক পক্ষ সরেজমিনে সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। চর ভাদাইর মেসার্স মায়ের দোয়া ব্রিকস (এমএমবির) এর অংশিদার মো. মঞ্জু ঢালী বলেন, গত চার বছর ধরে আমরা লোকসান দিয়ে আসছি। এবছর পরিবেশ অধিদপ্তরে গেছিলাম। তারা ঝিকঝাক পদ্ধতিতে ইট পোড়ানোর কথা বলেছেন। আমরা ঝিকঝাক পদ্ধতিতে যাওয়ার জন্য কিছু ইট পুড়ছিলাম। কিন্তু গত ৩১ ডিসেম্বর এসি ল্যান্ড আমাগো ভাটার চিমনি ভেঙ্গে দেয়।

এর এক সপ্তাহ পর আমরা সবাইকে অনুরোধ করে আবার ইট পোড়া শুরু করি। প্রাইমারি স্কুলের পাশে ইট পোড়ালে শিশুদের ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের চিমনি যেখানে রয়েছে সেখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তার পরেও যদি আমাগো প্রশাসন কয় তাহলে আরো একশ ফুট সরাইয়া নিমু। একই প্রতিষ্ঠানের অপর অংশিদার পবিত্র নাগ বলেন, এ বছরই আমাদের শেষ। এর পর আমরা ঝিকঝাক ছাড়া ইট পোড়াবো না। এদিকে গোলখালী মেসার্স সততা ব্রিকসের অংশিদার শহীদ মীর বলেন, আমরা এবছরই নতুন শুরু করেছি। সত্য কথা বলতে আমাদের বৈধ কোন কাগজ পত্র নাই। ইটভাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে।

চর বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী, নাজিফা, আরাফাত ও মুনিয়া জানান, ধোঁয়ার গন্ধে আমরা ক্লাশ করতে পারিনা এভাবে ইট পোড়ালে আমাদের শ্বাস কস্ট হবে। এ প্রসঙ্গে চরবাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার খান বলেন, আমাদের স্কুলের পাশেই ইট ভাটা। প্রতিদিন ধোঁয়াসহ নানা ধরণের সমস্যা হয়। এ ইট ভাটারধোয়ায় আমাদের শিক্ষার্থীর স্বাস্থ্যের ক্ষতি হয়। আমরা এর প্রতিকার চাই। মালিক পক্ষ প্রভাবশালী হওয়ায় কোন প্রতিবাদ করতে সাহস পাই না। এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা অফিসের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মেহেদী বলেন, গোলখালী ইউনিয়নের চরভাদাইর মায়ের দোয়া ব্রিকস ও গোলখালী গ্রামের সততা ব্রিকসের কোন অনুমতি পত্রই নেই।

অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ালে পরিবেশের বিপর্যয় ঘটে তাই গত ৩১ ডিসেম্বর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট ভাটা দুটির চিমনি ভেঙ্গে দেয়া হয়। অভিযানের সাত দিন পর আবার ইট পোড়ানের প্রসঙ্গে তিনি বলেন, এমন হলে আমরা আবারো অভিযান চালাবো। এবার ফায়ার সার্ভিসের সহায়তা নিবো।

এ বিষয় গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ইট ভাটা দুটি অবৈধভাবে চালিয়ে আসছিল। এদের জমির কাগজ ছাড়া অন্য কোন কাগজপত্র নেই। খবর পেয়ে আমরা অভিযান করে দুটির চিমনি ভেঙ্গে দেই এবং নগত অর্থ দন্ড করি। স্কুলের পাশে ইট পোড়ানো প্রসঙ্গে বলেন, এটা কোন ভাবেই সম্ভব না।পরবর্তীতে এ কাজ অব্যাহত থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD