বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত পটুয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানিয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার(০৮ জুলাই) রাতে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। গত ২ জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ডেলিগেটসদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে স্নেহাংসু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক পদে মজিবর রহমান টোটন নির্বাচিত হওয়ায় তাদের আগমনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, মো.দেলোয়ার হোসেন খান নান্নু, বশির আহম্মেদ মৃধা, মো. মনিরুল ইসলাম লিটন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজসহ পটুয়াখালী জেলা বিএনপি এবং কলাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং তারেক আমান সুমন।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া