বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : “তোরা সব জয়ধব্বনি কর ঐ নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়” বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এ বানিকে সামনে রেখে বরিশালে জেএসসি উত্তীর্ণ ও উচ্চ শিক্ষা অভিযাএীদেরকে সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ বিকালে নগরীর সদররোডস্থ কির্ত্তণখোলা মিলনায়তন হল রুমে শিক্ষার্থীদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি সন্তুমিএের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যেশে বক্তব্য রাখেন সরকারী বিএম কলেজের সাবেক অধ্যাপিকা শাহ্ সাজেদা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদের) জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,নেদারল্যান্ড নাগরীক ফ্লোরাডর্স গিয়াস।
অনুষ্ঠানে দুই শত পঞ্চাশ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও মেডেল প্রদান করা হয়।