বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ব্যাটমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন,ওই গ্রামের আব্দুল মাজেদ মাঝির ছেলে শাকিল মাঝি (২০) ও দুলাল মৃধার ছেলে অপু মৃধা।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, উত্তর দাদপুর চর গ্রামের বাসিন্দা দেলোয়ার মীরার ছেলে অপু ও মাজেদ মাঝির ছেলে শাকিল রাত আনুমানিক ৮ টার সময় ব্যাটমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামান্না তাদের মৃত ঘোষনা করে।