মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জঃ আজ মঙ্গলবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, ১৫ ই আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র।
মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুদের এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী সেনবাহিনীর বিপদগামী কিছু সদস্যের হাতে প্রাণ হারান বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ ই আগষ্টের হত্যাকান্ডের মাধ্যমে হত্যা ও ষড়যন্ত্রর রাজনীতি জাতির ঘাড়ে চেপে বসে আর ইতিহাসের চাকা পেছনে ঘোরানোর চেষ্টাও চলে।
দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত শোক দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা সহিদ শাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।