শুক্রবার, ১১ Jul ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ বরিশালে উদ্যোক্তা হাব ফাউন্ডেশন এর আয়োজনে করোনায় কর্মহীন ৭০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
আজ ২০ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টার বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশন এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনায় কর্মহীন ৭০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, চেয়ারম্যান বরিশাল উইমেন চেম্বার অব কমার্স বিলকিস আক্তার লিলি, বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহেদ জামান, যুগ্ন সম্পাদক লিসা ইউছুফ, কোষাধ্যক্ষ রাজিব হাওলাদারসহ উদ্যোক্তা হাব ফাউন্ডেশন এর সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ৭০ জন সুবিধা বঞ্চিত কর্মহীন মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী হিসাবে চিনি গুঁড়া চাল, পিয়াজ, আলু, সেমাই, দুধ, সাবান, তেল, মসলা ইত্যাদি সামগ্রী বিতরণ করেন। তাদের বিশেষ উদ্যোগ হিসেবে ঈদের দিন এই ৭০ জন সুবিধা বঞ্চিত মর্মহীন মানুষের ঠিকানা গরুর মাংস পৌঁছে দেওয়া হবে।