শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে গ্রামে “রাজা ভাই”-এর ক্রেতা না থাকায় শহরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আগামী ২/১দিনের মধ্যে রাজধানীর গাবতলী গরুর হাট মাতাবেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের প্রায় ৩৫ মন ওজনের “রাজা ভাই”। তাই “রাজা ভাইকে” শহরে নিয়ে যাওয়ার আগে প্রতিদিন একনজর দেখতে ভীর করছেন উৎসুক জনতা।
বাটাজোর গ্রামের প্রান্তিক খামারী ও রাজা ভাইয়ের মালিক সেলিম হাওলাদার জানান, গত সাড়ে চার বছরপূর্বে তিনি উজিরপুর উপজেলার হারতা বাজার থেকে ৬৫ হাজার ৫শ’ টাকা দিয়ে হলষ্টিন ফিজিয়ান জাতের নয় মাস বয়সের একটি ষাড় বাছুর ক্রয় করেন। ধীরে ধীরে ষাড়টি তার খামারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। ইতোমধ্যে তিনি ষাড়টির নাম দিয়েছেন “রাজা ভাই”।
বর্তমানে ষাড়টির ওজন প্রায় ৩৫ মনের কাছাকাছি হয়েছে। তিনি আরও জানান, রাজা ভাইকে মানুষ দেখতে আসলেও এখনো ক্রেতা মেলেনি। ফলে বিক্রয়ের জন্য রাজা ভাইকে রাজধানীতে নিয়ে যাওয়া হবে। ষাড়টির মূল্যে ২৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ জানান, এবছর প্রানীসম্পদ প্রদর্শনীতে ষাড়টি প্রথমস্থান দখল করে নেওয়ায় খামার মালিককে পুরস্কৃত করা হয়েছিলো। খামারী সেলিম হাওলাদারের ষাড়টি দেখে অন্যান্য খামারীরা ষাড় পালনে উদ্বুদ্ধ হবে বলেও তিনি উল্লেখ করেন।