বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
কাশীপুর আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে সরকার ঘোষিত লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ আনসার সদস্য এবং সদস্যাদের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয় ।
শনিবার দুপুরে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় আনসার সদস্য এবং সদস্যাদের হাতে ত্রাণ সহায়তা হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন আনসার ও ভিডিপি, বরিশাল এর জেলা কমান্ড্যান্ট মো. আমমার হোসেন । এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেরিনা আক্তার , বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা আয়শা সুলতানা , বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক এ কে এম ইদ্রিস আলী আকন । ত্রাণ সহায়তা কার্যক্রম শুরুর পূর্বে আগত আনসার সদস্য এবং সদস্যাদের উদ্দেশ্যে আনসার ও ভিডিপি, বরিশাল এর জেলা কমান্ড্যান্ট জনাব মো. আমমার হোসেন সকল আনসার সদস্যদের বর্তমান সরকারের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার আহবান জানান ।