শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বগুড়ায় বিয়ের প্রলোভনে এক তরণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে ওই তরুণীর মা রবিবার রাতে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে বগুড়া সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার আব্দুল মাজেদ এর পুত্র মো. মিলনকে (৩৪) আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার মিলনের সাথে প্রতিবেশি এক তরুণীর পরিচয় ছিল।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।