মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : এম সাখাওয়াত হোসেন হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – মেজবাহ উদ্দিন ফরহাদ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত
বাংলা গানের এ-পি শুভ ও ওথীর মিউজিক ভিডিও করলেন নির্মাতা এস.কে.বিকি।

বাংলা গানের এ-পি শুভ ও ওথীর মিউজিক ভিডিও করলেন নির্মাতা এস.কে.বিকি।

Sharing is caring!

বিনোদন ডেস্কঃ-শীঘ্রই আসিতেছে,বাংলা গানের এ-পি শুভ ও ওথীর মিউজিক ভিডিও দুজনে এক হয়ে গান করলেন, দাও হাত বাড়িয়ে খুজে নিবো তোর ঠিকানা। শিরোনামে গানটির সুরকার ও গীতিকার আল মামুন চৌধুরী এবং গানটির সঙ্গীতায়োজন করেছেন,গৌরব এবং এ-পি শুভ এস.কে বিকি নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন এক মিউজিক ভিডিও। গানের ভিডিওতে পারফর্ম করেছে ইসলাম কামরুল ও ৪টি চলমান সিনেমার হিরোইন তমা আহমেদ,নতুন এই জুটির রসায়ন যেমন ভিন্নতা এনেছে এই ভিডিওতে। তেমনি দর্শকদের ও আলাদা মুগ্ধতায় ভাসিয়ে দেবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট সবাই। মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে এস.কে বিকি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে।

এই গান ও মিউজিক ভিডিও, পুরো ব্যাপারটা নিয়ে উচ্ছ্বাসিত পরিচালক এস.কে বিকি,তিনি বলেন,এ-পি শুভ ও ওথী বাংলাদেশের আইকন, দর্শকরা সবাই তাদের খুব পছন্দ করে,মিউজিক ভিডিওটি সত্যি দর্শকদের মনকে প্রশান্তি দিবে। মিউজিক ভিডিওটির শুটিং করা হয় শাহাজাহান ও মমতাজের ভালোবাসায় নির্মিত তাজমহল সহ বাংলাদেশের অনেক,পাহাড় ঝর্ণা সবকিছু মিলিয়ে অসাধারণ দৃশ্য দেখতে পারবে দর্শকরা এই মিউজিক ভিডিওর মাধ্যমে।ভালোবাসার দারুন ছন্দে গানটি বেঁধেছেন। গৌরব এবং এ-পি শুভর সঙ্গীতায়জনে অসাধারণ হয়েছে। এ সম্পর্কে তমা আহমেদ বলেন, প্রথমবার ইসলাম কামরুলের সঙ্গে গান গাইলাম। গানটার কথা আমার খুব ভালো লেগেছে। আর সুর টা ও খুব কাছের মনে হলো যেন মন ছুয়ে যাওয়ারই মতো।আশা করছি শ্রোতাদের খুব ভালো লাগবে। গানটির মিউজিক ভিডিও করেছেন, এ আর আলম যে খুব জনপ্রিয়তা তার কাজের মাধ্যমে অর্জন করেছেন।
সর্বোপরি মিউজিক ভিডিওটি নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। এস.কে বিকি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান জানায় যে,আমরা খুব শীঘ্রই মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়ার চিন্তা আছে।এস কে বিকি নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করেন পকারন,অনেক নতুন নতুন ছেলে মেয়েদের প্রতিভা রয়েছে, যারা তাদের প্রতিভাকে প্রয়োগ করার সুযোগ পাচ্ছে না,তাদের জন্য এস.কে বিকি মাল্টিমিডিয়া সবসময় সুযোগ সুবিধা দিয়ে আসছেন,যাতে করে তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে সুনাম অর্জন করতে পারেন।এস.কে বিকি মাল্টিমিডিয়ার সকল সার্বিক সহযোগিতাই পাশে থাকবেন জসিম উদ্দিন সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD