রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্স:”কীর্তনখোলাে এফসি বরিশাল” বরিশাল বিভাগের একটি বিভাগীয় ফুটবল ক্লাব হিসাবে আত্নপ্রকাশ করেছে। অনেক সীমাবদ্ধতা প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাব সত্ত্বেও বরিশালের ফুটবলের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করার বৃহৎ পরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে ক্লাব সংশ্লিষ্ট কার্যকরী কমিটি ।
২০১৭ সালে উত্তর পলাশপুর, কাজীর গোরোস্থান রোডে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বিগত দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করলেও ২০২১ সালের ভিষনকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরামর্শক্রমে এবং সহযোগিতায় ইতিমধ্যে বরিশালবাসী ফুটবলপ্রেমী জনসাধারণের মধ্যে সারা ফেলতে শুরু করেছে। দক্ষিণ অঞ্চলের, প্রতিভাবান অনেক খেলোয়াড়ই , বরিশাল কেফসির, পক্ষ হয়ে আঞ্চলিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে জয় লাভ করেছেন।
সাম্প্রতিক এক সৌজন্য সাক্ষাতকালে বতর্মান বরিশাল জেলার ডিসি মহোদয় জনাব মোঃ জসীম উদ্দিন হায়দার যিনি নিজে একজন ক্রিড়া ব্যক্তিত্ব কেএফসিকে শুভকামনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বরিশালের ঝিমিয়ে পরা বর্তমান ফুটবল অঙ্গনকে এগিয়ে নিয়ে তরুণ ও যুব সমাজের মধ্যে শরীর চর্চার বিকাশ ঘটানোর নিমিত্বে ফুটবলের জাগরন অতিব জরুরি। বরিশালের যুবসমাজকে মাদক এবং ভার্চুয়াল এডিকশন থেকে রক্ষা করতে একমাএ ক্রিড়া অঙ্গনেই অগ্রানী ভূমিকা পালন করতে পারে। এটি বর্তমান সমাজের নারীদের মাঝে ক্রিড়ার বিকাশ ঘটানোর আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। দ্বীর্ঘদিন যাবত কীর্তনখোলা এফসি বরিশাল অত্র বিভাগীয় বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছেন।
এছাড়া অনুর্ধ-১৭(পুরুষ,মহিলা) অনুর্ধ-১২ (বালক) বাচাইয়ের মাধ্যমে দক্ষ কোচের তত্ত্বাবধানে নিজেস্ব মাঠে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কীর্তনখোলা এফসি বরিশাল। কীর্তনখোলা এফসি বরিশালের কার্যক্রমেকে আরও গতিশীল ও বেগবান করার নিমিত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধিনে চ্যাম্পিয়ান্স লীগ ও বতর্মান প্রক্রিয়াধীন ওমেন্স প্রীমিয়ার লীগে অংশগ্রহণের উদ্দেশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনে প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে। বরিশাল বিভাগীয় টিম হিসাবে নিবন্ধনের প্রত্যাশায় ইতিমধ্যে কীর্তনখোলা এফসি বরিশাল ওমেন্স লীগে অংশগ্রহনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী এবারের ওমেন্স লীগে অংশগ্রহনের জন্য ১৬ টি দল আবেদন করেছেন। এর মধ্য বরিশাল বিভাগের একমাএ দল হিসেবে “কীর্তনখোলা এফসি বরিশাল”। বরিশালের বিভিন্ন ফুটবল প্রেমী মানুষের সাথে ক্রাইম সিন কথা বলে জানতে পারে, জাতীয় এই ওমেন্স লীগে অংশগ্রহণ করা বরিশাল বাসীর প্রানের দাবী। অন্যান্য বিভাগের একাধিক টিম ও পাড়া-মহল্লার ছোট অনেক দলও এবারের ওমেন্স লীগে অংশগ্রহণ করতে আগ্রহী। বাংলাদেশের মতো দেশে এতগুলো দল ওমেন্স প্রীমিয়ার লীগে অংশগ্রহণ করতে আগ্রহী হবার বিষয়টিকে বাফুফে ইতিবাচকভাবে দেখছে এবং সেই অর্থে গতবারের তুলনায় এবারে দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের নারীদের অধিকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা অনেকেই মনে করেন, বাংলাদেশ ওমেন্স লীগে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেক দলকেই সুযোগ করে দাওয়া উচিৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবং পাশাপাশি মহিলা দলগুলার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতাও প্রদান করা উচিত। বরিশালের তথা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা একান্ত জরুরি।