বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
পারভেচ,বরিশাল প্রতিনিধিঃ পরীক্ষার দাবীতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ অনার্স চতুর্থ বর্ষের মৌখিক, ব্যবহারিক সহ মাস্টার্সের চলমান সকল পরীক্ষা গ্রহণের দাবিতে বরিশালে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় বরিশাল বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে আজ ২৮ ফেব্রুয়ারী বেলা ১১টা ৩০ মিনিটে দক্ষিন বাংলার অন্যতম বিদ্যাপিঠ ব্রজমোহন মহাবিদ্যালয়ের সম্মুক সড়কে বিক্ষোভ করে তারা। এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থী নুর হোসাইন বলেন, মহামারী করোনার কারণে আমাদের শিক্ষা জীবন থেকে একটি বছর হারিয়ে গেছে,তাই এই কারনে পিছিয়ে গেছি অনেকটা পথ। এখন পরীক্ষা সম্পন্ন না হলে চাকুরির ক্ষেত্রে বয়সসীমা তাদের জন্য বিঘ্ন সৃস্টি করবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বিষয়টি বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।