বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২১ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত হওয়া উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস’য়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বরিশাল সরকারী ব্রজমোহন (বি.এম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি বরিশাল বিভাগের সাধারন সম্পাদক- মধুসূদন হালদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এ্যাড. এস.এম ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সরকারী গন-গ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।