বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের নবগ্রাম রোডে মোল্লার মার্কেটের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড। ৭ই ফেব্রুয়ারী মার্কেটের দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই। ধারনা করা হয় আনুমানিক গভীর রাত ৩ঃ৩০ থেকে ৪ঃ০০ নাগাদ অগ্নি সংযোগ ঘটে। এ সময়ে মার্কেটের নাইট গার্ড ফায়ার সার্ভিসকে জানান এবং আগুন নেভাতে ফায়ারসার্ভিস কর্মীরা আসার পূর্বেই দুটি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের আপ্রান চেস্টায় ঘন্টা খানিক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।আগুনের কারনে পুড়ে যাওয়া দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।