মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
অনলাইন ডেক্স:জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি অসুস্থ হয়ে দুবাইয়ে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে কিছুটা সুস্থ হওয়ায় দেশে ফিরে এসেছেন এই অভিনেতা। জানা যায়, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)
রাতে দুবাই থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।
ডিপজলের হার্টে দুটি রি-ব্লক ধরা পড়েছিল। নিয়মিত চেকআপের অংশ হিসেবে চিকিৎসা নিতে ডিপজল ঢাকা ছাড়েন ১ ডিসেম্বর। তিনি নিয়মিত সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও এবার ভিসা জটিলতায় হাসপাতালটির দুবাই শাখায় চিকিৎসা নিয়েছেন।
ডিপজল বলেন, ‘আমি এখন সুস্থ আছি। ওখানে প্রথমে যে হাসপাতালে ছিলাম, ওরা বলেছিল রিং পরাতে। তবে অন্য দুই হাসপাতাল বলেছে, ওষুধ খেয়ে চলে আসতে। এখন কোনো অসুবিধা নেই।