শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: মার্কিন সরকারের হেফাজতে (কাষ্টডি) থাকা এক অভিবাসী শিশুর মৃত্যু হয়েছে। আট বছর বয়সী এই শিশুটি গুয়েতামালার অধিবাসী।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
টেক্সাসের একজন কংগ্রেসম্যান জানিয়েছেন, মার্কিন সরকারের হেফাজতে মারা যাওয়া ওই শিশুর নাম অ্যালোঞ্জো গোমেজ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত পেরিয়ে যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকছে তাদের শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে মার্কিন সরকারের হেফাজতে আটকে রাখা হচ্ছে। চলতি মাসে আটক অভিবাসী শিশুদের মধ্যে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা।
এর আগে যে শিশুটির মৃত্যু হয়েছিল তার নাম জ্যাকেলিন ক্যাল। ৭ বছর বয়সী এই শিশুটিও গুয়েতামালার অধিবাসী ছিল।
সূত্র: বিবিসি