মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:২২ অপরাহ্ন
সারা দেশের সাথে একযোগে বরিশালে শুরু হয়েছে একাদশ শ্রেনীর অনলাইন ক্লাশ। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে স্ব স্ব কলেজের শিক্ষকরা ফেসবুকে আলাদা আলাদা গ্রুপের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের সাথে প্রথম দিনে অরিয়েন্টেশন করে। আগামীকাল থেকে যথারীতি ক্লাশ চালু হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। তবে কিছু শিক্ষার্থী এখনো বিষয়টি ভালো মতো জানেনা বলে জানিয়েছেন। যদিও শিক্ষকদের দাবী তারা শিক্ষার্থীদের অনলাইন ক্লাশে যোগদানের জন্য নজরদারী শুরু করবেন।
ভক্সপপ : শিক্ষার্থী ভক্সপপ : শিক্ষক সট : মোঃ নাসির উদ্দিন সিকদার, অধ্যক্ষ, বরিশাল সরকারি কলেজ, বরিশাল।