শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: ১০টি তদন্ত সংস্থা ভারতের যে কোনো কম্পিউটারে হানা দিতে পারবে, এ কথা জানার পর রাজনৈতিক মহলে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এ প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন।
তিনি লেখেন, ভারতকে পুলিশ নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছেন মোদিজি। এক বিলিয়ন মানুষের দেশকে তিনি নিজের মনোভাব বুঝিয়ে দেবেন। এরপর প্রধামন্ত্রীকে ভীতু শাসক বলেও আক্রমণ করেন রাহুল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এবার থেকে ১০টি সরকারি সংস্থা দেশের যে কোনো কম্পিউটারে হানা দিতে পারবে। গোয়েন্দা ব্যুরো, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টর, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স, ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টিলিজেন্স, কেন্দ্রীয় তদন্ত সংস্থা, জাতীয় তদন্ত সংস্থা, মন্ত্রিপরিষদ সচিবালয়, ডিরেক্টরেট অব সিগনাল ইন্টিলিজেন্স, এবং দিল্লির পুলিশ কমিশনারেট চাইলে ভারতের যে কোনো কম্পিউটারে স্টোর হওয়া যে কোনো তথ্য ডিক্রিপ্ট করতে পারবে।
পাল্টা আসরে নেমেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের তৈরি করা আইন অনুযায়ী ব্যবস্থা হয়েছে। শুধু বাইরে নয় সংসদের ভেতরে সরকারের উপর চাপ বাড়াতে চাইছে কংগ্রেস। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা রাজ্যসভায় এ প্রসঙ্গ তোলেন।
তার অভিযোগ, এভাবে ভারতকে নজরদারি রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে।