বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স :রাজধানীর খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় পুকুরের পানিতে ডুবে মারিয়া (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটি তার পরিবারের সাথে খিলগাও শেখের জায়গা বাজার এলাকায় থাকতো। তার বাবা মামুন মিয়া জানান, খিলগাঁওয়ে শেখের জায়গা জামে মসজিদের পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে মারিয়া পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারিয়া স্থানীয় একটি স্কুলে ৩য় শ্রেণিতে পড়তো।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঘটনাটি খিলগাঁও থানাকে জানানো হয়েছে। শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে।