সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশনে দিন ব্যাপি নানা কর্মসূচী পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো স্বাস্থবিধি মেনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করন, কালো ব্যাজ ধারন, আলোচনা সভা ও সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সকাল ১০টায় সভাপতি হাসান মাহমুদ বাবু ও প্রধান শিক্ষক এইচ. এম. জসিম উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপন করা হয়। উল্লেখ্য এর আগে গত ১৩ই আগস্ট সরকারী নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।