মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
অেনলােইন ডেক্স :রাজধানীর কোতয়ালি থানাধীন শাঁখারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৮ লিটার দেশি মদসহ রুপী রানী দত্ত (৫৫) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাঁখারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৮ লিটার দেশি মদসহ এক নারীকে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশিয় চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছিলেন।
আটক রুপী রানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।