মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেক্স:গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হানিফ (৭০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু।
সোমবার (৩ আগস্ট) ভোর রাতে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হানিফ নরসিংদীর পলাশ থানার মাঝেরচর এলাকার বাসিন্দা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে এজমা রোগে অসুস্থ হয়ে কারা হাসপাতালে ভর্তি ছিলেন হানিফ। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে শিবপুর থানায় মামলা নম্বর ০৪(১০)৮৯ ধারা ৩০২ ছিল। ওই মামলায় ১৯৯২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর ১৯৯৩ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। এ কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৫০৪১।