বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
পটুয়াখালীতে গত ২২ জুলাই প্রকাশ্যে এনামুল হক মুন্না (২২) ও নিবির দাস গুপ্ত (২২)নামে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা।
রোববার মধ্য রাতে বরিশালের বিভিন্ন স্থান থেকে পলাতক অবস্থায় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে পটুয়াখালী র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান।
অভিযান পরিচালনাকালে হামলার ঘটনায় ব্যবহৃত বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে র্যাব।
আটককৃতরা হলেন-পটুয়াখালী শহরের সদর রোড এলাকার মশিউর রহমান কিসলুর ছেলে সিফাত(২২) শিমুলবাগ এলাকার সাজু সিকদারের ছেলে আরমান(২২),সবুজবাগ এলাকার খলিলুর রহমানের ছেলে রিজন(২২) ও চকবাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমান(২২)।
র্যাব জানায়-২২ জুলাই হামলার ঘটনা নিয়ে গনমাধ্যমে চিত্রসহ একটি প্রতিবেদন হলে উধ্বর্তন কর্তৃপক্ষ ও পটুয়াখালী র্যাব ৮‘র নজরে আসে। এদিকে হামলার ঘটনার পর চক্রটি আত্মগোপনে চলে যায় তারা। হামলার ঘটনা ভাইরাল হলে দফায় দফায় অভিযান চালিয়ে তাদের পাওয়া যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চক্রটি বরিশালে আত্মগোপনে রয়েছে।
এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে সিফাত,আরমান, ও রিজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী সাইদুর রহমানকে আটক করা হয়। এসময় সাইদুর রহমানের বাসা থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।