শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
বরিশাল জেলার মুলাদী থেকে ২৮৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৮।
সোমবার রাতে মুলাদীর ৭১নং দক্ষিণ পূর্ব কাজিরচর দ্বিতল বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক লিটন হোসেন কাজিরচর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।
মঙ্গলবার র্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মুলাদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন বলে র্যাবের ওই প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।