শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হল- ঝালকাঠির নলছিটি উপজেলার কাশঙ্কল ইউনিয়নের মানপাশা গ্রামের মৃত শিশির মূখার্জীর ছেলে বরিশাল নগরীর হাসপাতাল রোডের ঝাউতলা তৃতীয় গলির শামীম মিয়ার বাড়ির ভাড়াটিয়া দূর্জয় মূখার্জীর খোকন (৪৮) এবং অপরজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ উত্তর চৈতা গ্রামের মোতাহার বিশ্বাসের ছেলে মো. সুমন বিশ্বাস (২৯)।
গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই খায়রুল আলমের নেতৃত্বাধীন টিম ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডস্থ নবগ্রাম রোডের কেরানী বাড়ীর পোল সংলগ্ন ‘ওয়েলকাম টেইলার্স’ এর সামনে থেকে দূজয় মূখার্জী খোকনকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে।
এছাড়া রাত দেড়টার দিকে ২২ নম্বর ওয়ার্ডস্থ নবগ্রাম রোডের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা লেক সংলগ্ন ‘কান্তা জেনারেল স্টোর’ এর সামনে থেকে সুমান বিশ্বাসকে আটক করে ডিবি পুলিশের ওই একই টিম। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা।
ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।