শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন ক্যাডেট কলেজ এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাতে বাবুগঞ্জ উপজেলার ওই এলাকায় র্যাবের টহল গাড়ি থেকে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করে।
পরে মো. জাহিদ বেপারী (২৩) এবং মোঃ আশিকুর রহমান খান (২৪) নামের যুবকদ্বয়ের শরীরে তল্লাশী চালিয়ে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে বরিশাল র্যাব রুপাতলী সদর দপ্তর কার্যালয় থেকে প্রেরিত এক ইমেল বার্তায় বিষয়টি নিশ্চিত করে।
র্যাব সূত্র জানায়- তাদের একটি টহল টিম শুক্রবার রাতে নিয়মিত টিউডির অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলায় অবস্থান করছিল। এসময় গোপন সংবাদ আসে বিমানবন্দর থানাধীন ক্যাডেট কলেজ এলাকায় কয়েকজন যুবক মাদক ক্রয়-বিক্রয় করছে। র্যাবের টিমটি সেখানে যাওয়ার আগেই দুর থেকে লক্ষ্য করে যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে জাহিদ বেপারী (২৩) ও আশিকুর রহমান খানকে আটক করা হয়।