বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
২০২০ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় গৌরবময় ফলাফল অর্জন করেছে বরিশাল সদর উপজেলার চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা।
এ মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল সাধারণ ও বিজ্ঞান শাখায় জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ২৫ জন। এছাড়া ‘এ’ গ্রেড ৮৮ জন ও ‘এ’ মাইনাস ২৩ জন।
অপরদিকে কারিগরি বোর্ডের অধীনে ১ জন জিপিএ-৫ (এ প্লাস) সহ বাকি ১৭ জন সবাই ‘এ’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদরাসাগুলোর মধ্যে চরমোনাই মাদরাসা বরাবরই আকর্ষণীয় ফলাফল করে আসছে।
এই ফলাফলের জন্য চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী মাদরাসার সকল ছাত্র, শিক্ষক, গভর্নিং বডির সদস্য এবং সকল ছাত্র অভিভাবক, দাতা এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য অত্র মাদরাসায় দাখিল ও আলিম জামায়াতে বিজ্ঞান, দাখিল শাখায় ভোকেশনাল, ফাযিলে আল কুরআন, আল হাদীস ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স এবং কামিলে হাদীস, তাফসীর ও ফিকহ চালু আছে।