শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামায়াত ঈদগাহ বা উম্মুক্ত স্থানের পরিবর্তে মসজিদে আদায় করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গৃহীত হয়।
জনসমাগমের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার বৃদ্ধি পায় বিধায় সরকারি সিদ্ধান্তের আলোকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে বরিশাল মহানগরীতে ঈদগাহ বা উম্মুক্ত স্থানের পরিবর্তে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত মসজিদে আদায় সংক্রান্তে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১০ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো মসজিদে মেনে চলার জন্য মুসল্লীদের অনুরোধ করা হয়েছে।
১. করোনা ভাইরাসজনিত স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে খোলা জায়গার পরিবর্তে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একের অধিক জামায়াত অনুষ্ঠিত হতে পারে।
২. নামাজের জামায়েতের পূর্বেই সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মসজিদে কার্পেট বিছানো যাবে না।
৩. ধর্মপ্রাণ মুসল্লীগণ নিজ নিজ জায়নামাজ সাথে আনবেন। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহারে নিরুৎসাহিত করা হলো।
৪. মসজিদের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার/হ্যান্ডরাব জাতীয় জীবাণুনাশক রাখতে হবে।
৫. প্রত্যেক ধর্মপ্রাণ মুসল্লীকে নিজ নিজ বাসস্থান থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
৬. পবিত্র ঈদের নামাজের জামায়াতে আগত ধর্মপ্রাণ মুসল্লীগণকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।
৭. এক কাতার পর পর কাতার করতে হবে।
৮. শিশু, বয়স্ক ব্যক্তি, যেকোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তিদের সেবায় নিয়োজিত ব্যক্তি পবিত্র ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।
৯. করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে পবিত্র ঈদের জামায়াত শেষে কোলাকুলি এবং হাত মেলানো (হ্যান্ডশেক) পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
১০. পৃথক প্রবেশ ও বাহির পথের ব্যবস্থা রাখার জন্য মসজিদ কমিটিকে অনুরোধ করা হলো।
এছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখা সংক্রান্তে মসজিদে ঈদের নামাজের জামায়াত আদায়ের ক্ষেত্রে যাবতীয় সহযোগিতার জন্য নিকটস্থ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করার জন্য অথবা বিএমপি হটলাইন নম্বরে 01769-690126 যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করেছেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।
উল্লিখিত নির্দেশনা সমূহ লংঘন করলে করোনা ভাইরাস সংক্রমণের দায়ে লঙ্ঘনকারীর বিরুদ্ধে সরকারি সিদ্ধান্ত মোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আরও পড়ুন: **বরিশালে কখন কোথায় ঈদের জামাত।