রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
লকডাউন উপেক্ষা করে বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে মদ বিক্রি করার চিত্র ধারণ করতে গিয়ে ব্যাপক মারধরের শিকার হয়েছেন বাংলা ভিশনের ক্যামেরা পার্সন কামাল হাওলাদার।
শনিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কার্যালয়ে এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত সেখানকার স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, লকডাউন উপেক্ষা করে লাইসেন্স বিহীন লোকজনদের কাছে মদ বিক্রির অভিযোগ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তের যায় মিডিয়া কর্মীরা। এসময় হঠাৎ করে বাংলা ভিশনের ক্যামেরা পার্সন কামাল হাওলাদারকে ভিডিও করার কারন জানতে চেয়ে তাকে টেনে হিচড়ে একটি কক্ষের মধ্যে নিয়ে যায় এবং তাকে মারধর করে। এসময় তার ক্যামেরা ও মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা ভিশনের বরিশাল স্টাফ রিপোর্টার শাহিন হাসান।