রবিবার, ১৮ মে ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকায় এ ঘটনা ঘটে। শহিদুল একই এলাকার আসর উদ্দিনের ছেলে এবং পেশায় একজন নিমার্ণ শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শহিদুল তার নিজ বাড়িতে ঘরে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।