শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
বরিশালে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলো- আনোয়ার হোসেন (২৮) ও নয়ন সিকদার (৩০)।
বুধবার রাতে এসআই মহিউদ্দিনের নেতৃত্বে মহানগরের এয়ারপোর্ট থানাধীণ রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হলে ওই দুইজনকে আটকের পর তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।